আগামী ১৩ জুলাই (সোমবার) ভোর ৫-৩০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওমান থেকে একটি বিশেষ ফ্লাইটের অনুমতির জন্য গত শনিবার (৪-জুলাই) বাংলাদেশ দূতাবাস ওমানের পক্ষথেকে বাংলাদেশের এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। দূতাবাসের অনুরোধের ভিত্তিতে আজ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্লাইটের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে প্রবাস টাইমকে নাম না প্রকাশ করার শর্তে নিশ্চিত করেছেন বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভিজিট ভিসায়/ফ্যামিলি ভিসায় ওমান যেয়ে আটকা পড়েছেন, অসুস্থ অথবা গর্ভবতীদের জন্য এই বিশেষ ফ্লাইট চালু হচ্ছে বলে জানাগেছে। আগামী ১৩ জুলাই ভোর ৫-৩০ মিনিটে মাস্কাট এয়ারপোর্ট থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ২৯০ জন যাত্রী এই ফ্লাইটে দেশে আসার সুযোগ পাবেন। তবে অবশ্যই প্রত্যেকের কোভিড-১৯ সনদ লাগবে।
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে বিজনেস ক্লাস ২০০ রিয়াল, প্রিমিয়াম ১৬০ রিয়াল ও ইকোনমি ক্লাসের জন্য ১৪০ রিয়াল। প্রতিজন যাত্রী ৪৫ কেজি ব্যাগেজ বুকিং এবং ৭ কেজি মাল হাতে নিয়ে আসতে পারবেন। এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার প্রবাস টাইমকে বলেন, “ফ্লাইটের অনুমোদন পাওয়া গিয়েছে। আমরা বিমান অফিস মাস্কাটে গতকাল প্যাসেঞ্জার লিস্ট পাঠিয়ে দিয়েছি।” দূতাবাস থেকে যাদের নাম সিলেক্ট করা হয়েছে, তারা মাস্কাটের সিবিডি এরিয়াতে অবস্থিত বিমানের সেলস অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। অথবা টিকেটের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে বিমানের ৯৯০৪৪১৩৮ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post