ওমানে মহামারী করোনায় শনাক্ত কিছুটা কমলেও গতকালের তুলনায় আজ মৃত্যু বেড়েছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১২১০ জন, যা গতকালের তুলনায় ৫৫ জন কম শনাক্ত হয়েছে আজ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ। যা গতকালের তুলনায় ৩জন বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ১০০৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৯৩৯ জন ওমানি নাগরিক এবং বাকি ২৭১ জন প্রবাসী। মোট আক্রান্ত ৫০,২০৭ জন এবং সর্বমোট সুস্থ ৩২,০০৫। গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ২৩৩ জন। ওমানে করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৬৩ শতাংশ রোগী এই রোগ থেকে সেরে উঠেছেন।
মহামারী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করলেও সংক্রমণের হার কমাতে পারছেনা দেশটির সরকার। এর কারণ হিসেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে জনগণ সরকারের আইন সঠিকভাবে না মানার কারণেই আক্রান্ত বাড়ছে। এমতাবস্থায় মঙ্গলবার সুপ্রিম কমিটির এক বৈঠকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় কমিটি। ইতিমধ্যেই ওমানে মাস্ক না পরলে ১০০ রিয়াল জরিমানা নির্ধারণ করে নতুন আইন জারী করেছে দেশটির আইন মন্ত্রণালয়। মঙ্গলবার টাইমস অব ওমানের এক সংবাদে এই তথ্য নিশ্চিত করেছে। টাইমস অব ওমানের সংবাদে বলা হয়েছে যে, আগামী ১৫ জুলাই থেকে ওমানে যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট অথবা কর্মক্ষেত্রে মাস্ক ব্যবহার না করেন, তাহলে তাকে ১০০ রিয়াল জরিমানা দিতে হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন ৩ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে। বুধবার (০৮ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে ফিরেছেন ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৮৩৮ জনে।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post