সিঙ্গাপুরের এক ভারতীয় প্রবাসী নিয়োগকর্তাদের অবহেলার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। কাজে নিয়ে যাওয়ার সময় শ্রমিক ভর্তি লরির পেছন থেকে পড়ে গিয়েছিলেন তিনি। তার চিকিৎসার ক্ষতিপূরণ দেয়নি নিয়োগকারী সংস্থা। খবর বিবিসির।
এ ঘটনায় সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের কাজের অবস্থা এবং ধনী এ দেশটিতে শ্রমিকদের চিকিৎসা সম্পর্কে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। জানা গেছে, আহত ওই প্রবাসী শ্রমিকের নাম রামালিঙ্গম মুরুগান। তিনি তামিলনাড়ুর একজন ভারতীয় নাগরিক। লরি থেকে পড়ে যাওয়ার ঘটনায় নিয়োগকর্তাদের অবহেলার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তিনি। মামলা জিতে ৭৯ লাখ টাকা ক্ষতিপূরণও পেয়েছেন রামালিঙ্গম মুরুগান। লরি থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন ওই প্রবাসী। পড়ে গিয়ে তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল। মুরুগান কেন তার নিয়োগকর্তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন?
২০২১ সালের জানুয়ারিতে, রামালিঙ্গম মুরুগান অন্য আরও ২৪ জন শ্রমিকের সাথে তার ডরমেটরি থেকে বের হয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তাদের একটি লরির পেছনে তুলে কাজের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে অন্য একজন শ্রমিক তাকে ধাক্কা দিয়ে ফেলেন। যার ফলে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।
ডান হাঁটুতে ব্যথা না কমলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় তার ডান পায়ে হাড় ভেঙে গেছে। ফ্র্যাকচারের জন্য তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল এবং তিনি প্রায় পাঁচ মাস চিকিৎসা ছুটিতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় নিয়োগকারী সংস্থা তার চিকিৎসার ব্যয়ভার বহন করেনি।
এরপর ২০২২ সালে তিনি নিয়োগকর্তা রিগেল মেরিন সার্ভিসের বিরুদ্ধে আদালতে মামলা শুরু করেন। মামলায় চিকিৎসা বাবদ ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার আদালত এ মামলায় মুরুগানের পক্ষে রায় দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post