মহামারী করোনার প্রাদুর্ভাবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে যখন গোটা বিশ্ব, তখন কোভিড-১৯ ভুয়া রিপোর্টের কারণে প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিসহ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব সহ মারাত্মক প্রভাব পড়বে বৈদেশিক শ্রমবাজারে এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদফতরের অনুমোদিত কোভিড হাসপাতালে নমুনা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে ক্ষোভ আর আতঙ্ক। মনগড়া সনদ নিয়ে বিদেশে গিয়ে করোনা শনাক্ত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। কোভিড-১৯ এর লক্ষ্মণ নিয়ে নমুনা দিতে হাসপাতালগুলোতে প্রতিদিনই দেখা যায় মানুষের দীর্ঘ সারি। লক্ষ্য একটাই শারীরিক অবস্থার সঠিক তথ্য পাওয়া। অথচ সম্প্রতি করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে প্রতারণার ভয়াবহ চিত্র গণমাধ্যমে উঠে আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, এরকম হলে মানুষের আস্থা উঠে যাবে এবং সত্যিকার যে আক্রান্ত তাকে খুঁজে পাওয়া যাবে না। যারা এখন অভিযুক্ত হয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় শাস্তি দিতে হবে।
করোনা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দাবি করে সাধারণ মানুষ জানায়, পজিটিভ থাকলে নেগেটিভ বলছে, নেগেটিভ থাকলে পজিটিভ বলছে। এতে তারা ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছেন। কাঙ্ক্ষিত সঠিক রিপোর্ট কোথায় গেলে পাবেন সেই প্রশ্ন অনেকের। মহামারীর এমন সময়ে করোনা পরীক্ষা নিয়ে করা প্রতারণাকে মারাত্মক অপরাধ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ ওমানের সালালায় চার্টার ফ্লাইটে প্রবাসীদের স্বস্তি
অভিবাসী নিয়ে কাজ করা সংস্থা রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা বলেন, অভিবাসীদের ক্ষেত্রে এটা আরেক রকম হয়রানির অবস্থা তৈরি করে দেয়া হচ্ছে। যারা গেল এখান থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে বিদেশ গেলেন এরপর সেখানে গিয়ে পজিটিভ হলেন; তাহলে সেই অভিবাসীদের অবস্থা তাহলে কি দাঁড়ায়?
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post