আগামী ৫ বছরে মধ্যপ্রাচ্য হবে ইউরোপ আর সৌদি সকল ধর্মের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস প্লাস সম্মেলনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৫ বছরে সৌদি আরব বিশ্বের কাছে সম্পূর্ণ অন্যরকম সৌদি আরব হিসাবে পরিচয় লাভ করবে। এখানে চরমপন্থী চিন্তা চেতনা নির্মূল করা হবে। আল্লাহর ইচ্ছায় এখন পরিবর্তনের সময় এসেছে। সৌদিকে পরিবর্তনের প্রতিশ্রুতি দিলাম। এটি আমার স্বপ্ন। এই স্বপ্নপূরণের আগে যেন আমার মৃত্যু না হয়।
সৌদি আরবে গত কয়েকবছর ধরে নারী অধিকারসহ নানা বিষয়ে সংস্কারকাজ চলছে৷ তবে এসব পরিবর্তনের লক্ষ্য কি সমাজে পরিবর্তন আনা, নাকি ক্ষমতা বাড়ানোর ভিন্ন কৌশল- এ নিয়ে প্রশ্ন আছে। এর আগে সৌদি আরবকে আরও আধুনিক, উদার এবং ব্যবসা ও পর্যটনবান্ধব করতে ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন ক্রাউন প্রিন্স মোহামেদ বিন সালমান। এরপর বেশ কিছু আইনে পরিবর্তন করা হয়। ফলে সেদেশের নারীরা এখন গাড়ি চালানো, একা সিনেমা হলে যাওয়া, ঘুরতে যাওয়াসহ নানান কাজ করতে পারছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post