ওমানের সালালাহ বিমানবন্দর থেকে বিভিন্ন ভারতীয় গন্তব্যে চার্টার ফ্লাইট আটকা পড়া ভারতীয় প্রবাসীদের জন্য এখন বড় স্বস্তি। ধোফার এলাকায় চলমান লকডাউনের কারণে তাদের পক্ষে মাস্কাট ভ্রমণ করা মুশকিল। তাই চারটি চার্টার ফ্লাইটের মাধ্যমে আগামীকাল (৯ জুলাই) দিল্লির হয়ে একটি, অন্যটি হায়দরাবাদের ১৮ জুলাই এবং কোচির উদ্দেশ্যে ১৫ ও ১৭ জুলাই চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিয়ান সোশ্যাল ক্লাব সালালাহ (আইএসসি-সালালাহ) এইসব চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ওমান। এ ছাড়াও সালালাহ থেকে আগামী ১৭ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের চার্টার ফ্লাইটের সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান সোশ্যাল ক্লাবের সালালাহ ইউনিটের চেয়ারম্যান মনপ্রীত সিং বলেছেন, “এর আগে ভান্দে ভারত ও চার্টার ফ্লাইটে অনেক ভারতীয় দেশে ফিরে গেছেন, এখনও অনেক আছে যারা বিভিন্ন কারণে স্বদেশে ফিরে যেতে চান। করোনা বিস্তারের কারণে দেশটিতে অনেকে খারাপ অবস্থায় রয়েছে। কিছু ক্ষেত্রে স্বামী ওমানে রয়েছেন কিন্তু স্ত্রী ও ছেলেমেয়েরা ভারতে রয়েছেন, কিছু লোক তাদের চাকরি হারিয়েছেন, অনেকে আবার বেড়াতে এসেছিলেন বা টুরিস্ট ভিসায় এসেছেন, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও নিজ দেশে ফেরত যেতে চান তাদের দেশে ফিরে যেতেই মূলত আমরা ওমান সরকার এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় যথাসাধ্য চেষ্টা করছি।”
আরও পড়ুনঃ ওমান থেকে চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
ইন্ডিয়ান সোশ্যাল ক্লাব সালালাহ’র চেয়ারম্যান এই পরিষেবাটি পেতে আগ্রহী সকলকে অনুরোধ করেন রেজিস্ট্রেশন করতে, টিকিটের অর্থ প্রদান করতে এবং আসন বুক করার জন্য। চাহিদা অনুসারে আরও বেশি ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এদিকে ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে আজ, এবং আগামী ১৩ জুলাই বিমানের আরও একটি বিশেষ ফ্লাইটের কথা রয়েছে। তবে এই ২টা ফ্লাইট ই মাস্কাট থেকে ছেড়ে আসবে। কিন্তু ওমানের সালালাতে অনেক প্রবাসী আটকাপড়ে আছেন বলে প্রবাস টাইমকে জানিয়েছেন। এমতাবস্থায় দূতাবাস ও সোশ্যাল ক্লাবের মাধ্যমে সালালাহ থেকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন প্রবাসীরা।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post