প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন স্ত্রী। কিন্তু তা দেখেও হাসপাতালে নেননি স্বামী। বরং ইউটিউব দেখে বাড়িতে বসেই সন্তান প্রসবের চেষ্টা করেন তিনি। এতে সন্তান প্রসবে সফল হলেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নারীর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করে। ওই নারীর নাম এম লগনায়কি। তিনি গৃহকর্মী ছিলেন। সন্তান প্রসব করতে গিয়ে তার মৃত্যু হওয়ার পর নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ওই নারীর মৃত্যুর পরপরই পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে অভিযোগ করেন। এতে বলা হয়, লগনায়কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদেশকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post