ওমানের বাসচালকদের নতুন নির্দেশনা দিয়েছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মূলত নতুন শিক্ষাবর্ষ ২০২৩-২৪ এর অংশ হিসেবে স্কুল বাস চালকদের এই নির্দেশনা দিলো সরকার। নির্দেশনা মোতাবেক, শিক্ষার্থীদের পরিবহনকালে চালকরা অনুমোদিত সবধরনের নিরাপত্তা আইন মেনে তবেই গাড়ি চালাবেন। এছাড়া বাসগুলোকে মন্ত্রণালয়ের পরিবহন প্ল্যাটফর্মে দ্রুত নিবন্ধন করিয়ে নিতে হবে।
সতর্কতা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা স্কুল বাসগুলোর নিরাপত্তা যাচাইয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে। নতুন শিক্ষাবর্ষের পুরো সময়ে তারা শিক্ষার্থীদের নিরাপত্তায় এসব অভিযান চালিয়ে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
এদিকে রয়্যাল ওমান পুলিশও বাস চালকদের সহায়তায় গাইডলাইন প্রকাশ করেছে। তারা বলছে, পাবলিক প্রাইভেট অর্থাৎ সবধরনের স্কুল বাস শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনায় চলাচলের সময় সতর্কতার সঙ্গে চলাচল করবে। রাস্তায় শিক্ষার্থীদের ভিড়ের মধ্য দিয়ে কখনোই গাড়ি চালানো যাবেনা।
এছাড়া গতিমাত্রা নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের জমায়েত বিবেচনায় বাসের চলাচল ও ট্রাফিক আইন মেনে চলতে বাস চালকদের উপরে তারা নজর রাখবে। পাশাপাশি জ্যামের সমস্যা সমাধানে স্কুল বাসগুলোকে অগ্রাধিকার দেয়া হবে বলেও তারা জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post