বিরল ভারি বৃষ্টিপাত ও ঝড়ের শিকার হয়েছে সৌদি আরবের মক্কা। বুধবার সকালে তীব্র ঝড় ও শক্তিশালী বজ্রপাতে কেঁপে ওঠে এই পবিত্র নগরী। সৃষ্টি হয় আকস্মিক বন্যা। বন্যার পানিতে গাড়িতে আটকা পরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষকের নাম মোহাম্মদ আল তাইম। বন্যার পানিতে তার গাড়ি আটকে পড়ে। গাড়ি থেকে বের হতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা যান। এদিন মক্কার ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়েল টাওয়ারে বজ্রপাত হয়। সেসময় মক্কার কাবাঘর তাওয়াফ করছিলেন মুসল্লিরা। মূহূর্তে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। সঙ্গে ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে তীব্র বাতাস ও ভারি বৃষ্টি।
সৌদি আবহাওয়া সংস্থার মুখপাত্র হুসেন আল কাহতানি জানান, দেশটিতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মক্কার সরকার জানায়, এই বৈরি আবহাওয়ায় সব স্কুল বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে শুধু অনলাইনে ক্লাস চলবে। সৌদি আরবের অন্যান্য স্থানেও এমন ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post