বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত সাত মাসে বিদেশে যাওয়া কর্মীদের ৩৬ শতাংশই গেছেন সৌদি আরবে। তবে হঠাৎ গত ২৫ জুলাই নতুন ২৮টিসহ মোট ৩৩ ধরনের পেশায় কর্মীদের দক্ষতার সনদ বাধ্যতামূলক করার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ঢাকার সৌদি দূতাবাস। চিঠি পাওয়ার সময় থেকেই এটি কার্যকর বলেও তাতে উল্লেখ করা হয়। এরপর থেকে বিএমইটিতে সৌদি আরবগামী কর্মীদের ছাড়পত্র দেওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে।
সূত্র বলেছে, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাইলট প্রকল্প হিসেবে সৌদি আরব পাঁচটি পেশার কর্মীদের দক্ষতার সনদ বাধ্যতামূলক করেছিলো। ২৫ জুলাইয়ের চিঠিতে সৌদি দূতাবাস বলেছে, এখন থেকে শ্রম ভিসায় সৌদি আরব যেতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিয়ে দক্ষতার সনদ নিতে হবে। চিঠিতে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানায় দূতাবাস।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, হঠাৎ করে দক্ষতার সনদ সংগ্রহ করা সম্ভব নয়। যেকোনো নির্দেশনা বাস্তবায়নে সময় প্রয়োজন। বিষয়টি তাঁরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছেন। আশা করছেন, মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে। নয়তো সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post