বিগত সময়ের মতো এবারো মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখলো বাংলাদেশী শিক্ষার্থীরা। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির সানুভির বা এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে তারা। পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে- শীর্ষ ১০ জনের আটজনই বাংলাদেশী শিক্ষার্থী।
গত মাসের মাঝামাঝিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শীর্ষ ১০ জনের মধ্যে থাকা বাংলাদেশী আটজন হলেন- আহমদুল্লাহ, আহমাদ , রাফিউল আমিন , মোহাম্মাদ ইহতিশামুল হক, মাহদী হাসান, আহমাদুল্লাহ, ইয়াছিন আরাফাত ও মোঃ সা’দ।
এদিকে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মিসরের গ্র্যান্ড ইমাম ও শাইখুল আজহার শায়খ ড. আহমাদ আত তাইয়েব। তিনি বিদেশী ছাত্রদের শিক্ষা অর্জনের জন্য স্বদেশ ত্যাগ ও সার্বিক মেহনত-মুজাহাদার ভূয়সী প্রশংসা করেন। ড. আহমাদ আত তাইয়েব শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আমি আশা করছি তারা সকলেই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবে।
পাশাপাশি মিসরের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও এই গৌরবময় ফলাফলের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ওই সম্মাননা অনুষ্ঠানে সকলকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশী কারো সফলতার কথা শুনলে গর্বে বুক ফুলে উঠে। আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post