ওমানে ছড়িয়ে পড়ছে ফিশিং লিংক। এসব লিংক মূলত প্রতারকচক্রের তৈরি করা ফাঁদ। হোয়াটসঅ্যাপ, মোবাইল টেক্সট ও মেসেঞ্জারে এসব ফিশিং লিংক দিয়ে টোপ ফেলা হয়। আর ফাঁদ না বুঝে লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে সর্বস্ব হারাচ্ছেন দেশটিতে থাকা প্রবাসীরা।
মরুর তীব্র গরমে পুড়ে মাসে দুইশো রিয়াল আয় করতে অনেক প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই কিছু না করেই দিনে দুইশো রিয়াল আয়ের সুযোগ দেখে লোভ সংবরণ করতে পারেননা অনেকেই।
শুনতে অবাক হলেও সম্প্রতি ওমান প্রবাসীদের মোবাইলে মোবাইলে এমন মেসেজ আসছে, যেখানে দিনে দুইশো রিয়াল পর্যন্ত আয়ের অফার দেওয়া হচ্ছে। কারো মোবাইলে এর থেকেও বেশি আয়ের অফার দেওয়া হচ্ছে। এদের পাতা ফাঁদে পা দিলেই ঘটবে চরম বিপত্তি। হারাতে পারেন নিজের ব্যাংক ব্যালেন্স এমনকি মোবাইলে থাকা গোপন ছবি ভিডিও। সতর্ক না হলে নিজের সব হারিয়ে নিঃস্ব হতে লাগবে কয়েক সেকেন্ড।
এর আগেও এসব ফিশিংয়ের ব্যাপারে সতর্কতা জারি করেছিলো রয়্যাল ওমান পুলিশ। পুলিশ বলছে, প্রতারকরা একটি নির্দিষ্ট দৈনিক বেতন সহ লোভনীয় অফার সম্বলিত খুদে বার্তার মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে। জনসাধারণকে এই ধরণের প্রতারণামূলক বার্তায় প্রলুব্ধ না হবার পরামর্শ দিয়েছে ওমান পুলিশ। সেইসাথে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে অবিলম্বে পুলিশকে জানানোর জন্যও বলা হয়েছে।
সম্প্রতি আবার এই ধরনের স্প্যাম লিংকে সয়লাব হয়েছে মেসেজ বক্স। বিভিন্ন লটারির পুরষ্কার কিংবা নামীদামী কোম্পানির অফারের নামে ফিশিং লিংক পাঠানো হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এইসব লিংকে ক্লিক করলেই আইডি-পাসওয়ার্ডসহ অন্যান্য সকল তথ্য মুহূর্তেই হ্যাকারদের কাছে চলে যেতে পারে । আর তাই ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post