যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সামুদ্রিক ঝড় ‘হিলারি’র কবলে পড়ে পরপর চারটি গাড়ি। এতে দুর্ঘটনায় এক বাংলাদেশি আইনজীবী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) ফ্রিওয়েতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ে ঝড় হিলারি। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতে কোথাও কোথাও আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, বৈরী আবহাওয়ার কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় তাসফিন হক মাসুম নামের ওই প্রবাসী আইনজীবী প্রাণ হারান।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই লাসভেগাস থেকে গাড়ি চালিয়ে মাসুম ক্যালিফোর্নিয়ার বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল সাড়ে ৩টার দিকে ১৫ ফ্রিওয়ে সড়কের ভিক্টরভিল এলাকায় পরপর চারটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় ঘটনাস্থলেই মারা যান ৪২ বছরের তাসফিন। তার গাড়িতে থাকা আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। নিহত তাসফিন তার মা শারমিন হক ও ছোট ভাই ফাহিমকে নিয়ে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে বসবাস করতেন। বাবা মারা যান দু’বছর আগে। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post