রাশিয়ার মধ্যে ঢুকে দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। তাদের ড্রোনের হামলায় রুশ বিমান ঘাঁটিতে থাকা সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া সুপারসনিক মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া, চেচনিয়া এবং জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। এর আধুনিক সংস্করণগুলো ঘণ্টায় ২ হাজার ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ২৪ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে।
এদিকে মস্কোতে ড্রোন হামলার ঘটনায় রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে, মঙ্গলবার শহরের মেয়র এই তথ্য জানিয়েছেন। এর জেরে মস্কোর তিনটি বৃহত্তম বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার থেকে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিশ্চিত করেছে।
টেলিগ্রামে রুশ মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ‘এয়ার ডিফেন্স দুটি আক্রমণকারী ড্রোনকে গুলি করে নামিয়েছে। একটি ক্রাসনোগর্স্ক এলাকায় এবং অন্যটি চ্যাস্টি এলাকায়। জরুরী সহায়তা দল সেখানে কাজ করছে।’ এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post