রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। রোববার ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের কাতার প্রবাসী আনিছুর রহমানের বাড়ি থেকে রুনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন রুনা। রাত ২টার দিকে দেড় বছর বয়সী ছোটভাইয়ের কান্নায় রুনার ১০ বছর বয়সী মেয়ে উম্মে সিনহার ঘুম ভাঙলে সে দেখে তার মা বিছানায় নেই। এরপর সে বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখ সেখানে দাঁড়িয়ে আছে; আর বাড়ির উঠানে তার মা পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সে সময় তার চিৎকারে পালিয়ে যায় মিলন।
মায়ের কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে উম্মে সিনহা। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়। রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। একইসঙ্গে হত্যায় জড়িত মিলনসহ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত মিলনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post