ভ্রমণ সর্বদাই ব্যয়বহুল একটি ব্যাপার। আর আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন মনে হবে নতুন কোনো পৃথিবীতে চলে এসেছেন। এখানে আপনি প্রয়োজনের চেয়েও অতিরিক্ত অনেক কিছু পাবেন যা দেখলেই কিনতে ইচ্ছে করবে। আপনি যেহেতু দীর্ঘসময় আকাশ পথে যাত্রা করবেন, তা্ই প্লেনে চড়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস হয়তো কিনতে চাইবেন। কিন্তু পরবর্তীতে আফসোস করবেন কেন এগুলো কিনেছেন। তাই পকেটের খরচ কমাতে চাইলে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার কেনা মোটেও উচিত হবে না।
প্রথমত- এয়ারপোর্টে কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস কেনা উচিত নয়। কারণ বাহিরের দোকানগুলোর তুলনায় এখানে অতিরিক্ত দাম রাখা হয়। তাই পারতপক্ষে এখান থেকে ইলেকট্রনিক ডিভাইস না কিনে বাহির থেকে কেনা উচিত।
২. প্লেনে চড়ার আগে অবশ্যই খাবার খেয়ে উঠা উচিত নয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু চেষ্টা করবেন খাবারটা বাড়ি থেকে খেয়ে আসতে বা নিয়ে আসতে। কারণ এয়ারপোর্টে খাবারে দাম অনেক বেশি এবং খাবারগুলো খেতেও ভালো হয় না।
৩. প্লেনে যাতায়াত করার সময় পানি পান করা খুবই জরুরি। না হলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যারা নিয়মিত প্লেনে যাতায়াত করেন তারা কখনোই এয়ারপোর্ট থেকে পানি বা অন্য কোনো পানীয় কিনেন না। কারণ এখানে পানির বোতলের দাম অনেক বেশি। যদিও সিকিউরিটি চেকের সময় কোনো ধরণের পানীয় ভিতরে নেওয়া যায় না। তাই আপনি খালি বোতল নিয়ে ঢুকতে পারেন। পরবর্তীতে বাথরুম থেকে বোতলটা ভরে নিতে পারেন।
৪. ভাবছেন এয়ারপোর্ট থেকে একটা লাগেজ কিনে নিবেন? ভুলেও এ কাজ করবেন না। অন্য সব জিনিসের মতো এর দাম অনেক। আপনি এখানে ভালো জিনিস পাবেন সন্দেহ নেই কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে।
৫. চকলেট মানসিক অবসাদ দূর করার পাশাপাশি আপনাকে প্রফুল্ল করে তুলে। তাই প্লেনে চড়ার আগে কিছু চকলেট কিনতে পারেন কিন্তু অবশ্যই তা বাহিরের দোকান থেকে কিনবেন। কারণ এয়ারপোর্টের ভিতরে আপনাকে একই চকলেট দ্বি-গুণ বা তিন -গুণ বেশি দাম দিয়ে কিনতে হবে।
৬. এয়ারপোর্টে অনেক পারফিউমের দোকান দেখতে পাবেন। কিন্তু ভুলেও এসব দোকান থেকে কোনো পারফিউম কিনবেন না। শুধু দাম বেশি সেজন্য নয়, এখানে অনেক নকল পারফিউমও বিক্রি করা হয়। আপনি বুঝতেও পারবেন না কোনটা আসল আর কোনটা নকল। তাই এয়ারপোর্ট থেকে পারফিউম কেনা থেকে বিরত থাকুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post