অধিক মুনাফার লোভে অনলাইনে ডলার বিনিয়োগ করে অসংখ্য প্রবাসী নিঃস্ব হয়ে গিয়েছেন। ক্রিপ্টো ট্রেডিংয়ের কথা বলে বিদেশি অ্যাপ এমটিএফই’র মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে অ্যাপটিতে আর্থিক লেনদেন প্রক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গেলে গ্রাহকদের মধ্যে হতাশা দেখা দেয়। বিশেষ করে কুয়েত প্রবাসীরা এতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
জানা গেছে, এমটিএফই আইডি খুলে সর্বনিম্ন ২৬ ডলার বিনিয়োগ করে সদস্য হওয়া যেত। এরপর বিনিয়োগের ওপর এবং নতুন সদস্য বানালে কমিশন দেওয়া হতো। পরিশ্রম ছাড়া প্রতিদিন ডলার আয়ের লোভে পড়ে প্রবাসে নিজের কষ্টের আয়ের টাকা বিনিয়োগ করেন অনেক বাংলাদেশি। সব হারিয়ে এখন তারা দিশাহারা।
এক প্রবাসী ভুক্তভোগী জানান, কয়েকজন ব্যক্তির অধীনে কুয়েতে ১০ হাজারের মতো বাংলাদেশি এমটিএফইর সদস্য হয়েছেন এবং ডলার বিনিয়োগ করেছেন। তিনি জানান, লোভে পড়ে ধরা খেয়েছে তার মতো সাধারণ প্রবাসীরা। কাজ করে যে টাকা আয় টাকা আয় করতেন তা এখানে বিনিয়োগ করতেন, এখন সব শেষ!
আরেক প্রবাসী জানান, তার একাউন্টে ব্যালেন্সের আগে মাইনাস চিহ্ন দেখাচ্ছে। আর ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা পরিশোধ না করলে তার নামে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে। টাকা হারিয়ে এখন উল্টো আইনি ঝামেলায় পড়বার ভয়ে রয়েছেন তিনি।
অনলাইনে লেনদেন হওয়ায় সদস্যদের কাছে কোম্পানির মালিক বা কোম্পানির বৈধ কোনো কাগজপত্র ও তথ্য নেই। তাই চাইলেও তারা আইনি ব্যবস্থা নিতে পারছেন না। এ অবস্থায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post