পারিবারিক স্বচ্ছলতার আশায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। এসব দেশের মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে চাইলেও প্রবাসী বাংলাদেশিরা ভিজিট ছাড়া অন্যান্য বেশিরভাগ ভিসাই পাচ্ছেন না। দুবাইতে উচ্চপদস্থ চাকরিতে ভিসা অবশ্য মেলে তবে তার জন্য উচ্চশিক্ষার সনদ দরকার। আর তাই কেউ কেউ দালালের খপ্পরে পড়ে জাল সনদ তৈরি করছেন। অথচ এসব জালিয়াতি যাচাইয়ে ধরা পড়ার পর বাংলাদেশিদের ব্যাপারে নেতিবাচক ধারণার তৈরি হচ্ছে।
দেশটিতে ভিজিট ভিসা ব্যতিত আর যেসব ভিসা মিলছে, সেসব কেবলই উচ্চ পদের চাকরির জন্য। ফলে কেউ লোভে পড়ে দালালের সহায়তায় ভুয়া শিক্ষাগত সনদ বানিয়ে প্রতারিত হচ্ছেন। আবার কেউ কেউ দুবাই এসে চাকরি না পেয়ে বেকার বসে আছেন।
প্রতিদিন কনস্যুলেটে প্রায় ৬০০ থেকে ৭০০টি ভিসা সত্যায়নের আবেদন পড়ে। কিন্তু যাচাই বাছাইয়ের পর এদের বেশিরভাগেই জালিয়াতির প্রমাণ মেলে। এ নিয়ে বাংলাদেশ দূতাবাসের আশঙ্কা, ভুয়া সনদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে এক সময় দেশটিতে সব ধরণের ভিসা বন্ধ হয়ে যাবে। আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবুজাফর বলেন, দেখা যাচ্ছে সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই এদেশে এসে বিপাকে পড়ছেন।
উল্লেখ্য, বর্তমানে আমিরাতে অদক্ষ শ্রমিকের চাহিদা একেবারেই কমে গেছে। দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মরত। তবে দিন দিন অদক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা কমছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post