ওমানের মাস্কাটে মোট জনসংখ্যায় ওমানিদের চেয়ে এগিয়ে আছেন প্রবাসীরা। এ অঞ্চলে ৮ লাখ ৩৭ হাজার প্রবাসী বসবাস করেন, বিপরীতে ওমানিদের সংখ্যা মাত্র ৫ লাখ ৬৩ হাজার। এরমধ্যে মাস্কাট গভর্নরেটের বাউশারে সর্বাধিক ৩ লাখ ১৯হাজার ৯২১ জন প্রবাসী নিবন্ধিত হয়েছেন। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন থেকে প্রকাশিত ৫১ তম প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০২২ সালের শেষে প্রবাসীদের মোট জনসংখ্যা ছিল ২০ লাখ ৬৬হাজার ২৩৯জন। আর ওমানিদের সংখ্যা ছিল ২৮লাখ ৬৭ হাজার ৬১১ জন। ২০২১ সাল থেকেই প্রবাসীদের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সেবছর দেশটিতে প্রবাসী জনসংখ্যা ছিলো ১৭ লাখ ২৩ হাজার ২২৯ জন। ২০২২ সালের শেষে ওমানের মোট জনসংখ্যা ছিল ৪৯ লাখ ৩৩হাজার ৮৫০ জন। তবে এই সংখ্যা ইতিমধ্যেই ৫০ লাখ ছাড়িয়েছে।
প্রবাসী জনসংখ্যায় দ্বিতীয় স্থানে আছে দেশটির উত্তর আল বাতিনা। আগেরবছরের চেয়ে ৫০ হাজার প্রবাসী বৃদ্ধি পেয়ে এই অঞ্চলের মোট প্রবাসীর সংখ্যা এখন ২ লাখ ৯৫ হাজার ৫৬০ জন।
তবে সাম্প্রতিক সময়ে বাউশার প্রদেশ প্রবাসীদের জন্য প্রথম গন্তব্য হয়ে উঠছে। এই অঞ্চলে ওমানিদের চেয়ে ২ লাখ ২৭হাজার বেশি প্রবাসী বসবাস করছেন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়্যারম্যান সিরাজুল হক এ বিষয়ে টাইমস অফ ওমানকে বলেন, যদিও প্রবাসী বাংলাদেশিদের প্রিয় যায়গা হামরিয়া তবুও বড় বড় কোম্পানি গড়ে ওঠায় বাংলাদেশি শ্রমিকরাও এখন বাউশারের দিকে ঝুঁকছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post