বন্ধুদের সঙ্গে মিলে ‘আবু ধাবি বিগ টিকেট’-এর লটারি কিনেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী এক বাংলাদেশি। সেই লটারিতেই পরে ওই প্রবাসী ও তার বন্ধুরা এক লাখ দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ২৯ লাখ ৮১ হাজার টাকার বেশি। ভাগ্যবান ওই প্রবাসীর নাম মোহাম্মদ হাসান তারেক।
সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তারেক ছাড়াও চলতি সপ্তাহের এই-ড্রতে ভারতীয় নাগরিক অনীশ কুমার ও কাতারের নাগরিক নাবিল বিনু নামে দুই প্রবাসী এক লাখ দিরহাম করে জিতেছেন। চলতি মাসের প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে এক লাখ দিরহাম করে দেবে আবু ধাবি বিগ টিকিট কর্তৃপক্ষ। আগস্টের প্রথম সাপ্তাহিক ড্র’তে বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শারজাহ শহরে বসবাস করা ৩৩ বছর বয়সী প্রবাসী হাসান তারেক।
খালিজ টাইমস জানায়, তারেক শারজাহ’র একটি পেইন্টিং ও ডেকোরেশনের দোকানের মালিক। প্রায় সাত মাস আগে তিনি ও তার ১০ জন বন্ধু ফেসবুকে টিকিট বিজয়ী এক বাংলাদেশির ভিডিও দেখে নিজেদের ‘ভাগ্য পরীক্ষার চেষ্টা’ শুরু করেছিলেন। তারেক সংবাদমাধ্যমকে বলেন, তিনি গ্রুপের সদস্যদের সঙ্গে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন। আর নিজের অংশ ব্যবসার প্রসারে বিনিয়োগ করবেন।’
বিগ টিকিটের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘তারা অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছে। এছাড়া মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও সাহায্য করে যাচ্ছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post