৪০ ফুটের বাঁশ গাছের মগডালে বসেছিল পাইথন। যেন চেপে রাখা কোনো অভিমান থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে এসছেন। জানতে পেরে পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে উপর দিকে তাকিয়ে পাইথনের উপস্থিতি দেখতেই ততক্ষণে গ্রামজুড়ে আতঙ্ক ছেয়ে যায়। যে যেভাবে পেড়েছেন এই কাণ্ড দেখতে ছুটে এসেছেন।
উদ্ধার কাজের সময় পরিবেশ কর্মীদের বেশ হিমশিম খেতে হয়। এতো উঁচু থেকে নামিয়ে আনাটাও সম্ভব হচ্ছিলোনা। পরে গাছের নিচের চারপাশে জাল বেছান হয়। এরপর খোঁচা মারতেই মগডাল থেকে পাইথনটি ঝাঁপ দেয়। কৌতূহলী মনে সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন স্থানীয়রা।
ময়নাগুড়ির বাসুসুবা এলাকার এই ঘটনায় অবাক স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিবেশকর্মীরা পাইথনটিকে উদ্ধার করতে পেরেছে। পরে বনকর্মীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়। সবশেষ স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপতিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অভিমানে কিংবা রাগে নিচে নামতেই সাপটির দংশনের চিত্র অবশ্য বেশ ভীতি জাগানিয়া ছিলো। সে যাহোক একটি অবোলা প্রাণী অকাল মৃত্যু থেকে রেহাই পেলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post