সুনামগঞ্জে এক ওমান প্রবাসীর মৃত্যুকে নিয়ে পরিবারের মাঝে ধূম্রজাল তৈরি হয়েছে। নিহত প্রবাসীর নাম নজর উদ্দিন। তিনি পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে নিহতের বাড়ির কাছেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় তারা রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় যান। বেশ কিছুক্ষণ পর তিনি ঘরে না আসায় স্ত্রী বাহির হয়ে দেখেন আমগাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি ঝুলঝেন। সাথে সাথে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দেইয়া হয়।
এ ব্যাপারে নিহতের ভাই নূর উদ্দিন জানান, তার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান থাকেন। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে ঝগড়াবিবাদ লেগেই থাকত। এ কারণে তিনি পরিবার ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্যত্র বাড়ি বানান। কিছুদিন হয় তিনি দেশে এসেছেন। বুধবার একটি জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন। বিকাল ৪ টায় বাড়িতে যান পাসপোর্ট আনার জন্য। আর ফিরে আসেননি।
ভাইয়ের মৃত্যু নিয়ে সন্দেহ থাকবার কথা জানিয়ে তার দাবী, এই ছোট্ট একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে ভাইয়ের মৃত্যু হতে পারে না। এটা সম্ভব না। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। তবে পারিবারিক কলহই মৃত্যুর কারণ হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post