ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে যে, দেশটিতে সাধারণ জনগণের অসচেতনতায় বাড়িয়ে দিয়েছে করোনা সংক্রমণের মাত্রা। মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব ও সুপ্রিম কমিটির সদস্য মোহাম্মদ সাইফ আল হোসনি ওমান টিভিকে জানিয়েছেন যে, নতুন করোনা রোগীর সংখ্যা তিন সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়েছে। আর এই সময়ে ১০৪ জন মারা গিয়েছেন যাদের মধ্যে অর্ধেকেরও বেশি ওমানি নাগরিক। তিনি আরও বলেন, “রয়েল হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসিইউ) শয্যাগুলি একশো বেডে বৃদ্ধি পেয়েছে। এটিও লক্ষণীয় হতে পারে যে, করোনায় পজিটিভ বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। যাদের মধ্যে ২০ শতাংশের জন্য নিবিড় পরিচর্যা-কেন্দ্র প্রয়োজন।”
আল হোসনি জানিয়েছেন, সোহার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১৩ জন রোগী এবং অন্যান্য এলাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১১ জন রোগী রয়েছেন। তিনি আরও বলেন, শ্বাসকষ্টের যে কোনও উপসর্গ যেমন সর্দি, কাশি বা শুকনো গলা হয় তাহলে অতিদ্রুত তাকে করোনা পরীক্ষা করা উচিত। তবে ওমানে অসচেতনতায় করোনা প্রকোপ বেড়েই চলছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ওমানে মাত্র ৮ দিনের শিশু করোনা থেকে সুস্থ হলেন
দেশটিতে সাধারণ জনগণের সাবধানতার অভাব রয়েছে, যার মধ্যে পারিবারিক সমাবেশ, জন্মদিন, গাড়ীতে জড়ো হওয়া (একাধিক ব্যক্তি)। আক্রান্ত ব্যক্তিরা অন্যদের সাথে মিশে সংক্রমিত করা ও কিছু সংস্থার কর্মীদের তাপমাত্রা না মেপেই তাদের সকল কর্মীদের কাজ করার ব্যবস্থা করায় এই করোনার মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান তিনি। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post