ওমানের রাজধানী মাস্কাটের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অকস্মাৎ বিস্ফোরণে ভবনটির আশপাশের এলাকাও কেঁপে ওঠে। এছাড়া পুরো রেস্টুরেন্ট ভবনটিই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রয়েল ওমান পুলিশ এক বিবৃতিতে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৮ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিস্ফোরণে আশেপাশের বিল্ডিং ও রাস্তায় থাকা গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে দেশটির সিভিল ডিফেন্স ও অ্যম্বুলেন্স অথোরিটি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। তবে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরিত ভবনটির ভেতরে বিপুল দাহ্য পদার্থ থাকায় স্বাভাবিক উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল অতি সাবধানতার সাথে সেসব ক্ষতিকর পদার্থ সরানোর কাজ করে যাচ্ছে।
জানা যায়, মাস্কাটের সিব প্রদেশের দক্ষিণ মাবেলার ওই রেস্টুরেন্ট হঠাতই বিকট শব্দে কেঁপে ওঠে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সিভিল ডিফেন্স তাঁদের বিবৃতিতে দুর্ঘটনার কারণ আনুষ্ঠানিকভাবে না জানালেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post