বিশ্বব্যাপী মজুরি র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক অর্জন করেছে ওমান। বিখ্যাত ডাটাবেজ নামবেরোর তালিকায় ওমান ২৭ তম স্থান অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে, ওমানের এই অর্জন দেশটির শক্তিশালী অর্থনীতিরই প্রমাণ। পাশাপাশি সরকারের দেয়া প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ বজায় রাখার প্রতিশ্রুতিও দৃশ্যমান হলো। নামবেরো মূলত একটি গ্রহণযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী জীবনযাত্রার উপর ব্যাপক তথ্য প্রদান করে। সম্প্রতি সংস্থাটির বার্ষিক বেতন র্যাঙ্কিং রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টে বিভিন্ন দেশের গড় মাসিক মজুরির তুলনা করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ওমানে গড় মাসিক নেট বেতন ২হাজার ২০৫দশমিক ৮২ ডলার। যা বিশ্বব্যাপী ২৭তম এবং আরব দেশগুলোর মধ্যে পঞ্চম। তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, যার মাসিক নেট বেতন ৬হাজার ৩৪০দশমিক ২১ডলার। ৪ হাজার ১৩৫ দশমিক ৬০ ডলার নিয়ে কাতারের অবস্থান চতুর্থ। এই তালিকায় সৌদির অবস্থান ২৯তম।
তালিকায় ওমানের উল্লেখযোগ্য উন্নতিই বলে দিচ্ছে দেশটির সরকার মজুরীর ব্যাপারে বেশ সচেতন। স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের জন্য কাজের অনুকূল পরিবেশ তৈরিতে এই তৎপরতা সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। একইসাথে যেসব দক্ষ প্রবাসী শ্রমিক ওমানে আসতে চান দেশটির মজুরির এই অগ্রগতি তাদেরকে আকৃষ্ট করবে। কেউ কেউ অবশ্য বলেছেন, ওমানে পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলি তাদের কর্মীদের যে উচ্চ বেতন এবং সুবিধা দেয়, তাই দেশের সামগ্রিক বেতন র্যাঙ্কিংয়ের উন্নতিতে ভূমিকা রেখেছে। সাধারণভাবে সব চাকরিতে বেতন বাড়ানো হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post