নাটোরে মাটি খুঁড়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করার পর এক ওমান প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটক হোসনে আরা বেগম ওই এলাকার হেলাল হোসেন ফালুর মেয়ে এবং সিংড়া উপজেলার ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী।
শুক্রবার বিকালে উপজেলার জলন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল হাসান। নিহত শাহীন হোসেন (৪০) নাটোর সদর উপজেলার গাঁওপাড়া ঢালান গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি জেলা জজ আদালতের এক আইনজীবীর মুহুরী হিসেবে কাজ করতেন।
পুলিশ সুপার তারিকুল বলেন, শাহীনকে খুঁজে না পেয়ে গত ৯ অগাস্ট সদর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন তার বাবা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রবাসী আইয়ুবের বাড়িতে শাহীনের মোবাইল নম্বরটির সবশেষ বন্ধের তথ্য পায় পুলিশ। তিনি বলেন, শাহীনের সঙ্গে হোসনে আরার কথোপকথনের তথ্যও পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসনে আরা তার বাবার বাড়ির উঠানে শাহীনকে পুঁতে রাখার কথা স্বীকার করেন। পরে পুলিশ প্রায় ১০ ফুট মাটি খুঁড়ে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post