ওমানের ইব্রি প্রদেশের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল সিগারেট ও তামাকজাত পণ্যসহ দুই প্রবাসীকে আটক করেছে পুলিশ। দেশটির ভোক্তা সুরক্ষা বিভাগ ওমান পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই প্রবাসীরা মূলত ওমানে শ্রমিক হিসেবে কাজ করছেন। আটকের সময় তারা ওই এলাকায় নিষিদ্ধ দ্রব্য বিক্রি করছিলো।
ওমানের ভোক্তা আইনে তামাকজাত পণ্যের সরবরাহ ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে মাথায় রেখে বেশ কিছুদিন ধরেই ওমানের বিভিন্ন যায়গায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তামাকজাত সবধরণের পণ্য পরিবহন, বিক্রি ও ক্রয় বন্ধই এই অভিযানের মূল লক্ষ্য।
কর্তৃপক্ষ বলছে, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সাধারণ বাজার তদারকি চালু রাখবে তারা। পাশাপাশি মাদকদ্রব্যের উৎস, পরিবহন ও বিক্রি চিহ্নিত করতে তাদের চলমান এই অভিযান অব্যাহত থাকবে। আটক ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি নেয়ারও কথা জানিয়েছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post