ইতালি যাওয়ার স্পন্সর ভিসা নিয়ে ভয়ংকর প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। ভুয়া ভিসার অনুমতিপত্র দেখিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ঢাকায় ইতালীয় ভিসা সেন্টার বিএসএফে এসব আবেদন জমাও করা হচ্ছে। তবে ভিসা পাচ্ছে না কেউ। এতে বাংলাদেশের শ্রমিক কোটা বড় হুমকির মুখে পড়ছে।
২০২৪ এবং ২০২৫ সালে স্পন্সর ভিসার জন্য আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইতালি সরকার। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু ইতালি সরকার ঘোষিত তিন বছর মেয়াদী স্পন্সর ভিসা নিয়ে দেশটিতে প্রতারক চক্রের রমরমা ব্যবসা শুরু হয়েছে। এতে নিঃস্ব হচ্ছেন বহু বাংলাদেশি।
দালালের মাধ্যমে ইতালি যেতে ইচ্ছুকদের কাছ থেকেই মূলত হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। বিনিময়ে ধরিয়ে দেয়া হচ্ছে ভুয়া ভিসার অনুমতিপত্র। এমন বেশ কিছু ভুয়া ‘ভিসার অনুমতিপত্র’ বাংলাদেশি কিছু গণমাধ্যমের হাতে আসার পর বিষয়টি সামনে আসে। পরে চক্রটির বিষয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে ২০২৫ সাল পর্যন্ত চার লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল বছরের কোটায় অনেকেই এরইমধ্যে দেশটিতে কাজ পেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post