নাওদা আল-কাহতানি নামের ১১০ বছর বয়সী এক সৌদি নারী সম্প্রতি স্কুলে ভর্তি হয়েছেন। পড়াশোনার জন্য কোনো বয়স নেই- ওই বৃদ্ধ নারী এ কথারই যেন প্রমাণ দিলেন। ওই নারী উমওয়াহ প্রদেশের আল-রাহওয়া সেন্টারের সহায়তায় তার পড়াশোনায় ফিরে আসতে পেরেছেন। বৃদ্ধ নাওদা চার সন্তানের মা। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর এবং সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০।
কয়েক সপ্তাহ আগে স্থানীয় একটি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর তিনি একটি স্কুলে যোগ দিয়েছেন। স্কুলটিতে সব বয়সের শিক্ষার্থীদের বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়। নাওদা জানিয়েছেন যে, তিনি পড়া উপভোগ করছেন এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি উপশাখা আল-কাহতানি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে। ওই পোস্টে নাওদা সৌদির বাদশাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পড়াশোনা না করে তিনি যে বছরগুলি অতিবাহিত করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেন, এবং বলেন, ‘হয়তো আমার জীবনের এমন পরিবর্তন দেখে অন্যদের জীবনেও অনেক কিছুর পরিবর্তন আসবে’।
নাওদার চার সন্তানের সবাই মায়ের এমন আগ্রহকে সমর্থন করেন এবং তার জীবনে নতুন উন্নতির আশা করেন। নাওদা আল-কাহতানির ৬০ বছর বয়সী ছেলে মোহাম্মদ। তিনিই প্রতিদিন সকালে তার মাকে স্কুলে নিয়ে যান এবং ক্লাস শেষ হতে তার মায়ের জন্য অপেক্ষা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post