ঝ্যাং পিং ও জ্যাং ইরউয়া- দুজনই চীনা নাগরিক। অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসে নানান প্রতারণার ব্যবসা চালাতেন। অ্যামাজনসহ পৃথিবীর বিখ্যাত সব ই-কমার্স প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা করাই তাদের মূল পেশা। তাঁদের অভিনব প্রতারণার ফাঁদে পড়েছেন সাবেক এক সচিবও। অবশেষে বাংলাদেশি দুই সহযোগীসহ তারা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন।
অভিযোগ উঠেছে এই চক্র এখনো পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি অর্থ হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করেছেন। পুলিশ বলছে, কয়েক ধাপে এ প্রতারণা করে তারা। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অ্যামাজনসহ বিভিন্ন নামকরা ই-কমার্স প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়। এতে অনলাইনে প্রতিদিন মাত্র ২০ মিনিট ব্যয় করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১৮ হাজার টাকা আয় করার পথ দেখানো হয়।
প্রতারণার প্রক্রিয়াটিও বেশ অভিনব, প্রতারকদের দেয়া বিভিন্ন মোবাইল নম্বরে যে যত বেশি টাকা পাঠাবে তারা আবার ১০ থেকে ১৫ ভাগ কমিশনসহ মূল টাকা ফেরত পাবে। যত বড় অংকের লেনদেন, তত বেশি কমিশন। এতে কেউ লোভে পড়ে বড় অংকের লেনদেন করার পরই তারা জুড়ে দেয় নানারকম শর্ত। একটা সময় সব ডিজিটাল মাধ্যম থেকে ভুক্তভোগীকে ব্লক করে দেয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চক্রটির কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার সিম উদ্ধার করেছে। পুলিশ বলছে, তাদের গেল চারমাসের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, হুন্ডির মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি অর্থ তারা চীনে পাঠিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post