দুবাইয়ের রাস্তায় দৈত্যাকার গাড়ি দেখে অনেকেই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছেন। গাড়িটি ৪৬ ফুট লম্বা, উচ্চতা প্রায় ২২ ফুট, চওড়া ১৯ ফুট। প্রতিটি চাকার জন্য রয়েছে আলাদা আলাদা ইঞ্জিন। এমন গাড়ি দেখলে যে কেউ মুর্তিমানব হয়ে যাবেন। এই দৈত্যাকার ‘হামার’ গাড়িটির মালিকের নাম শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন রাজ পরিবারের সদস্য।
সাধারণত এই ‘হামার’ ব্র্যান্ডের গাড়ি লম্বায় হয় ১৫.৩৭ ফুট, উচ্চতায় ৬.৪২ ফুট এবং ৭.২ ফুট চওড়া হয়। এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা কেবলমাত্র ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল’ তৈরির জন্য বিখ্যাত। তবে যে গাড়িটি দুবাইয়ের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে, তাকে গাড়ি না বলে ‘দৈত্য’ বলাই যথার্থ।
এ গাড়িটির নাম ‘হামার এইচ ওয়ান এক্স থ্রি।’ গাড়িটি লম্বায় দুইতলা একটি ভবনের সমান। ডিজেল পুড়িয়ে পথে দাপিয়ে বেড়ালেও গাড়িটির মাইলেজ কত তা জানা যায়নি। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই গাড়ির ভিতরে রয়েছে দোতলা ব্যবস্থা। শোয়ার ঘর, শৌচালয় ও স্টিয়ারিং কেবিন। সব শুনে বাড়ি না গাড়ি, বোঝা মুশকিল। গাড়ির চারটি চাকার প্রতিটির জন্য রয়েছে পৃথক ইঞ্জিন।
ক্ষমতাসীন রাজ পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ান গাড়িটিকে তৈরি করিয়েছেন। এই আরবপতি ২ হাজার কোটি ডলার সম্পত্তির মালিক। তার নিজের সংগ্রহে ৩ হাজার গাড়ি রয়েছে। সব গাড়িই কোনও না কোনও রেকর্ড গড়ে ফেলেছে। তিনি গাড়িগুলোকে সযত্নে নিজের তৈরি করা মিউজিয়ামে রেখে দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৈত্যাকার হামারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি রাস্তায় হামারটি দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে দুটি পুলিশের গাড়ি। কয়েক জন পুলিশকর্মী গাড়িটির পাশ দিয়ে ছোটাছুটি করছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post