ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। বিবিসির প্রতিবেদন বলছে, এই অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ব্রাজিলের তিন রাজ্যে গত কয়েকদিন ধরেই এই অভিযান চালানো হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’।
দেশটির পুলিশ জানিয়েছে, সর্বশেষ রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হলে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলে পুলিশের অভিযান। এতে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। এছাড়া ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে গত শুক্রবারের অভিযানে ১৯ সন্দেহভাজনের প্রাণ গেছে।
সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন।
এদিকে গুয়ারুজ শহরে চালানো অভিযানের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ধারণা, গুয়ারুজ শহরে চলা পুলিশের অভিযানের পেছনে তাদের এক সহকর্মীকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post