ওমানে বর্তমানে করোনা সংক্রমণের হার ওমানি নাগরিক ও প্রবাসীদের মধ্যে প্রায় সমান। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপের মাধ্যমে জানা যায় যে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ৭৩৫ জন। যার মধ্যে ওমানিদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৬৩ জন বা ৪৯.১৫ শতাংশ। অন্যদিকে প্রবাসীদের মধ্যে করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ২৭২ জন বা ৫০.৮ শতাংশ।
তবে সুস্থ রোগীর সংখ্যার দিক দিয়ে প্রবাসীর সংখ্যা ওমানিদের তুলনায় বেশ এগিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের আপডেটে দেখা গেছে যে, ওমানিদের মধ্যে সংক্রমণের সংখ্যা গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে। ৬ জুলাই ওমানিদের করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো এক হাজার ৫৭ জন। অন্যদিকে প্রবাসীর সংখ্যা ছিলো ৫০০ জন। একইভাবে ৫ জুলাই ওমানি নাগরিকদের মধ্যে করোনা আক্রান্ত ৭৯৯ জন অন্যদিকে প্রবাসীদের আক্রান্তের সংখ্যা ২৭৩ জন। এর আগের দিন ৪ জুলাই ওমানির সংখ্যা ছিলও ৯৬৯ জন ও প্রবাসীদের সংখ্যা ছিলও ২০৮ জন।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post