তীব্র গরমে একটু শীতল হওয়ার জন্য নদীতে ডুব দিয়েছিলেন এক ফুটবলার। কিন্তু বিশাল আকারের এক কুমির টেনে নিয়ে যায় তাঁকে। শুধু তাই নয়, কুমিরটি ওই ফুটবলারকে একেবারে গিলে ফেলে। মর্মান্তিক এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কুমিরটি ফুটবলারকে ধরে ফেলার পর চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটতে আরম্ভ করে। পরে স্থানীয়রা কুমিরটিকে গুলি করে হত্যা করে ফুটবলারের মরদেহটি উদ্ধার করেছে।
মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী হতভাগ্য ওই ফুটবলারের নাম যিশু আলবার্তো লোপেজ অরটিজ। ডাকনাম চুচো। কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে একটু শীতল হওয়ার জন্য নেমেছিলেন চুচু। পরে তাঁকে টেনে নিয়ে গেলে স্থানীয়রা কুমিরটিকে ধাওয়া করে।
নিহত চুচুর আট ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্যের খরচ বহন করতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তাঁর ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেসও পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাধারণত কোস্টারিকায় কুমিরের মতো সুরক্ষিত প্রাণী শিকার বা হত্যা করা নিষিদ্ধ। তবে সর্বশেষ এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্থানীয়দের ওপর কোনো পদক্ষেপ নেয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post