ধনী ব্যক্তিদের কথা শুনলেই আমাদের মাথায় কিছু দৃশ্য ভেসে ওঠে। যেমন তারা সব সময় দামি গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। তবে এই বিষয়গুলো সব সময় না–ও হতে পারে। আবার একেক ধনী লোক হয়তো একেক রকম। বড় বাড়ি, বড় গাড়ি, ব্যক্তিগত জেট, সোনার কমোড—এ ধরনের বিলাসবহুল জীবনের কথাও আমরা শুনি বা পড়ি। তবে রিডার্স ডাইজেস্টকে ধনাঢ্য ব্যক্তিরা অন্য পরামর্শ দিয়েছেন। একাধিক ধনাঢ্য ব্যক্তির ওই বক্তব্য থেকে চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য জানা গেছে।
বৈশিষ্ট্য ১। ধনবান মানুষ সবাই মিতব্যয়ী। তাঁরা প্রতি রাতে বাইরে, হোটেল-রেস্তোরাঁয় খেতে যান না। কাউকে উপহার দেওয়ার সময় সবচেয়ে দামি উপহারটা কেনেন না। তাঁরা টাকাপয়সা অপচয় করেন না।
বৈশিষ্ট্য ২। তাঁরা সঞ্চয় করেন। ছোটবেলা থেকেই তাঁদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে ওঠে। ছোটবেলায় প্রথম টিউশনি করে, কিংবা ধরা যাক, কারও হাতে মেহেদি লাগিয়ে দিয়ে যে আয়টা তাঁরা করেছেন, সেখান থেকেই কিছু টাকা তাঁরা সঞ্চয় করতে শুরু করেন। বড় হয়েও এ অভ্যাস তাঁরা বজায় রাখেন।
বৈশিষ্ট্য ৩। এমন ধনী ব্যক্তি আছেন, যাঁরা অনেক দামি গাড়ি ব্যবহার করেন না। একটা দামি গাড়ি থাকতে পারে, অপ্রয়োজনে অনেক গাড়ি কেনেন না।
বৈশিষ্ট্য ৪। এক ধনাঢ্য ব্যক্তি জানিয়েছেন, তাঁরা বিমানে প্রথম শ্রেণির টিকিট কাটতে চান না। কারণ মাত্র কয়েক ঘণ্টার জন্য লাখ লাখ টাকা বেশি খরচ করার মানে হয় না। সবাই তো একসঙ্গেই গন্তব্যে পৌঁছাবে।
বৈশিষ্ট্য ৫। তাঁরা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন। তাঁদের ভবিষ্যতকে নিরাপদ করতে চান।
বৈশিষ্ট্য ৬। ধনাঢ্যরা জানেন, মাসে বেশি টাকা আয় করা মানে ধনী হওয়া নয়। মাসিক আয় বেশি আর সম্পদশালী—দুটো ভিন্ন বিষয়। কাজেই তাঁরা সম্পদ বানানোর চেষ্টা করেন। মাসে অনেক আয় করে তা উড়িয়ে দেওয়ার ইচ্ছে তাঁদের নেই।
বৈশিষ্ট্য ৭। তারা ব্র্যান্ড বা নাম দেখে জিনিস কেনেন না। নামের জন্য বেশি টাকা খরচ করায় বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন জিনিসের গুণে। যদি কম দামে ভালো জিনিস পাওয়া যায়, তাহলে শুধু নামের জন্য বেশি দাম কেন? এই হলো তাঁদের কথা।
ধনাঢ্য ব্যক্তিদের প্রচুর অনুরোধ সামলাতে হয়। লোকে সাহায্য চায়। তাঁরা সাহায্য করেন। কিন্তু চাহিবামাত্র করেন না। কেউ বলেন, আপনি নিজে কত জোগাড় করতে পারলেন, আমি তার সমপরিমাণ টাকা দেব বা আপনি এই কাজটা করে দিন। তার বদলে আমি এই টাকাটা আপনাকে পারিশ্রমিক হিসেবে দেব। তাঁরা একটা টাকাও অকারণে খরচ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post