মার্কিনীদের সাথে সখ্যতা কমিয়ে চীনের সাথে আমিরাতের ঘনিষ্ঠতার গুঞ্জন এবার কিছুটা স্পষ্ট। প্রথমবারের মতো চীনের সাথে বিমান মহড়া চালাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। চীনের জিনজিয়াং প্রদেশে আগামী মাসে এই মহড়া অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, চীনের সাথে যৌথ এই মহড়ার মাধ্যমে পরিষ্কার হলো, বেইজিংয়ের সাথে আবুধাবির ঘনিষ্ঠতা বাড়ছে। অপরদিকে যুক্তরাষ্টের ওপর তাঁদের দীর্ঘদিনের যে নির্ভরশীলতা ছিলো, তারও অবসান হতে যাচ্ছে।
সোমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বেইজিং এবং আবুধাবির মধ্যে একটি নিরাপত্তা চুক্তি হয়েছে। এর আওতায় ফ্যালকন শিল্ড-২০২৩ নামের ওই যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হবে। ফলে বৃদ্ধি পাবে দু’দেশের মধ্যকার সম্পর্ক, সাথে পারস্পরিক সহযোগিতা ও আস্থাও বাড়বে।
তেলসমৃদ্ধ পারস্য উপসাগরীয় দেশ আমিরাতের সঙ্গে চীন এর আগে অত্যাধুনিক এল-ফিফটিন প্রশিক্ষণ বিমান সরবরাহ করার চুক্তিও সই করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post