সদ্য বিদায়ী জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ৪০৭ কোটি টাকার বেশি। যা আগের মাস জুনের তুলনায় ২২ কোটি ৬০ লাখ ডলার কম। জুনে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত বছরের (২০২২ সালের) জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে রেকর্ড পরিমাণ ২১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স আসে দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি আসা প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল। খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল।
সবশেষ ঈদুল আজহাকে কেন্দ্র করে জুন মাসে রেমিট্যান্স আসে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহা্র কারণেই মূলত প্রবাসীরা দেশে থাকা তাঁদের পরিবার-পরিজনের কাছে বাড়তি অর্থ পাঠিয়েছেন। প্রতি ঈদের আগে দেশে অতিরিক্ত প্রবাসী আয় আসে। তবে গত ঈদুল ফিতরের আগে প্রবাসী আয় খুব বেশি আসেনি। সেই তুলনায় ঈদুল আজহার সময় দেশে প্রবাসী আয় বেশি আসবার কারণ- প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে কোরবানি দিয়ে থাকেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন সংস্থা কোরবানির জন্য বাংলাদেশে যে অর্থ পাঠায় তাও এই আয় বৃদ্ধিতে সহায়তা করেছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post