হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে, ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ৪০টি দেশে প্রবেশ করতে পারবেন। এগুলোর মধ্যে বেশ কিছু দেশ ভ্রমণ করতে ভিসা লাগবে না, কিছু দেশে পৌঁছার পর ভিসা মিলবে আর শুধু শ্রীলঙ্কার জন্য লাগবে ই-টুরিস্ট ভিসা। অর্থাৎ আগে-পরে কখনই ভিসার জন্য পাসপোর্ট নিয়ে সশরীরে হাজির হতে হবে না। এই ৪০টি দেশের মধ্যে ওশেনিয়ার দেশ সাতটি, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ১১টি, এশিয়ার পাঁচটি, আফ্রিকার ১৬টি ও দক্ষিণ আমেরিকার একটি।
বাকি দেশগুলোর মধ্যে ২০টি দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত ভ্রমণ করা যাবে অর্থাৎ আগে-পরে কখনোই ভিসা নিতে হবে না। ১৯টি দেশ দেয় অন-অ্যারাইভাল ভিসা অর্থাৎ সেসব দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ভিসা দেওয়া হয়।
এশিয়া
তালিকায় এশিয়া মহাদেশের দেশের সংখ্যা পাঁচটি। এগুলো হলো ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পূর্ব তিমুর। এগুলোর মধ্যে পূর্ব তিমুর, নেপাল ও মালদ্বীপে বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা মিলবে অনায়াসে। শ্রীলঙ্কার জন্য অবশ্য লাগবে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন বা ইটিএ নামের এক ধরনের ইলেকট্রনিক অনুমোদন।
ওশেনিয়া
ওশেনিয়ার সাতটি দেশেও ভিসামুক্ত কিংবা অন অ্যারাইভাল ভিসায় ঘুরে আসার সুযোগ পান বাংলাদেশি পাসপোর্টধারীরা। এগুলো হলো কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউ, সামোয়া, ট্যুভালু আর ভানুয়াতু। এ সব দেশও বিখ্যাত বৈচিত্র্যময় সব সাগরসৈকতের জন্য।
আফ্রিকা
এই মহাদেশের যে ১৬টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন সেগুলো হলো বুরুন্ডি, ক্যাপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, গিনি-বিসাউ, লেসেথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলিস, সিয়েরালিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো ও উগান্ডা। এর মধ্যে বিশেষভাবে বলতে হয় মাদাগাস্কারের নাম।
দক্ষিণ আমেরিকা
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি আমাদের দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ বেশি। তবে এই দুই দেশে নয় বরং এই মহাদেশের একমাত্র বলিভিয়ায়ই অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। এই দেশটিতে ভ্রমণ করার মতো জায়গার অভাব নেই।
ক্যারিবীয় অঞ্চল
ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপরাষ্ট্রের খেলোয়াড় নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আমাদের কাছে বেশ পরিচিত হলেও ওই অঞ্চলে দেখার মতো কী আছে সে সম্পর্কে তেমন ধারণা নেই। অথচ ভ্রমণ গন্তব্য হিসেবে এখানকার দ্বীপ দেশগুলো অসাধারণ। আশ্চর্য সুন্দর সাগর সৈকত, নানা পদের খাবার, উৎসব সবকিছু মিলিয়ে সেখানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। শুনে খুশি হবেন ওই অঞ্চলের বাহামা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বার্বাডোজ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মনটসেরাট, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যানাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো জায়গাগুলো ঘুরে আসতে কোনো ভিসার প্রয়োজন হয় না বাংলাদেশি পাসপোর্টধারীদের। ও একটা কথা বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারার বাড়ি কিন্তু ত্রিনিদাদে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post