চলন্ত বিমানে এক মহিলা যাত্রী এবং তাঁর কিশোরী কন্যাকে হেনস্থা করেছেন এক পুরুষ সহযাত্রী। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমন ঘটনার পরেও বিমান সংস্থা অভিযুক্ত ওই যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ‘ফক্স বিজ়নেস’ সূত্র বলছে, এই ঘটনায় গত মঙ্গলবার বিমান সংস্থা ডেল্টার বিরুদ্ধে ১৬ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার দিন ডেল্টা বিমান সংস্থার একটি বিমান নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে এথেন্সের উদ্দেশ্যে উড়েছিল। হেনস্তার শিকার ওই নারী বলেছেন, ঘটনার সময় বার বার সাহায্যের আর্জি জানালেও বিমানের ক্রু সদস্যরা কোনও কর্ণপাত করেননি। মামলার আবেদনপত্রের ভাষ্য অনুযায়ী, বিমানের মধ্যে এক পুরুষ যাত্রী মদ্যপান করে হঠাৎই এক মহিলা যাত্রীর কিশোরী কন্যাকে হেনস্থা করতে থাকেন। এমনকি, মত্ত অবস্থায় ওই যাত্রীর এমন আচরণের পরও বিমানসেবিকা তাকে মদ পরিবেশন অব্যাহত রাখেন। পরে পুরুষ যাত্রী সীমা ছাড়াতে থাকলে একপর্যায়ে বিমানের মধ্যে ওই মহিলা চিৎকার আরম্ভ করেন। তাতেও কাজ না হলে ওই মহিলা বিমানসেবিকাদের দ্বারস্থ হন। কিন্তু সাহায্য পাননি।
পরে বিমান সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিমানের মধ্যে মহিলা যাত্রীকে হেনস্থা করার ঘটনা অবশ্য নতুন নয়। সম্প্রতি ভারতে একটি বিমানের মধ্যে মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগে এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post