মাঝ আকাশে যাত্রীবাহী একটি বিমানে আগুন লাগার ঘটনায় একটি বিমানকে জরুরী অবতরণ করতে হয়েছে। শনিবার (২৯ জুলাই) কলকাতা থেকে চেন্নাই রওনা হওয়া ওই প্লেনকে পরে দ্রুত কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে হয়। বিমানটি চেন্নাইগামী উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর। যাত্রা আরম্ভের কিছু সময় পরে প্লেনের লাগেজ হোল্ডে ধোঁয়া দেখা যায়। এই ঘটনায় ইন্ডিগোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠলো।
শনিবার দুপুরের ওই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
জানা গেছে, জরুরি অবতরণ করলেও প্লেনের যাত্রীরা সুরক্ষিত আছেন। প্লেনটি কলকাতা বিমানবন্দরে ফিরে আসার পর তা খতিয়ে দেখা হয়। ইঞ্জিনিয়াররা ইঞ্জিন খতিয়ে দেখেন। কোথা থেকে ধোঁয়া বেরিয়েছে, সেখানে কীভাবে আগুন লাগল, তা বোঝার চেষ্টা করেন তারা।
ইন্ডিগোর দুর্বল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। যে কারণে ডিজিসিএ ৩০ লাখ টাকা জরিমানা করে ওই সংস্থাকে।
শনিবারের ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ। এর আগে স্পাইসজেটের গ্রাউন্ডেড প্লেনে আগুন ধরার ঘটনা ঘটে। রক্ষণাবক্ষণের কাজের সময় বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post