অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৫-৬ পুলিশ সদস্য। সংঘর্ষের পাশাপাশি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়া সংঘর্ষস্থল থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপির এই কর্মসূচিকে অনুমতি দেয়নি। ফলে সকাল থেকে ঢাকার প্রবেশ মুখে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পুলিশের এই সদস্যদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও বিএনপি নেতাকর্মীদের হামলায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের পাঁচ থেকে ছয় জন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য এলে প্রকৃত সংখ্যা বলা যাবে।
রাজধানীতে চলা বর্তমান সংঘর্ষের ঘটনায় বিএনপির কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আটকের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। বিস্তারিত তথ্য এলে এ বিষয়ে পরে বলা যাবে।
এদিকে ধোলাইখালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই নাহিদুল ইসলাম। তিনি বলেন, গলির ভেতর থেকে ৩০/৪০ জন এসে আমাকে আঘাত করে। আমার মাথা ফেটে গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post