সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন আবুধাবির শাসকের প্রতিনিধি।
শেখ সাইদের মৃত্যুতে দেশটির সরকারের পক্ষ থেকে ২৭ জুলাই থেকে আজ ২৯ জুলাই পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট ও বড় ভাই শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আনুষ্ঠানিক শোক জানিয়েছেন। পাশাপাশি প্রেসিডেন্সিয়াল কোর্ট তার আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ বিবৃতি দিয়েছে।
এর আগে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট এক বিবৃতিতে শেখ সাইদের অসুস্থতার কথা জানায়।
১৯৬৫ সালে আল আইন শহরে জন্মগ্রহণ করেন শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান। ২০১০ সালের জুন থেকে তিনি আবুধাবির শাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একসময়কার প্রতিনিধি শেখ সাইদ আবুধাবি প্রশাসনের পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবেও নিযুক্ত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post