ডিবি পুলিশ পরিচয়ে এক মাদক কারবারিকে তুলে নেওয়ার সময় চারজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। ওই চারজনের দুইজন ছিলেন র্যাবের সদস্য। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাপাসিয়ায় চালা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দেয়। এবং ওই দুই র্যাব সদস্যকে তাদের বাহিনীতে হস্তান্তর করে।
জানা যায়, স্থানীয় দুই যুবকের সহায়তায় র্যাব ৭-এর সদস্য নাদিম হোসেন ও মো. তারেক স্থানীয় মাদক কারবারি কবির হোসেনকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্থানীয় দুই যুবক হাবিবুর রহমান ও মো. রবিউল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় উত্তেজিত জনতা তাদের চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ থানায় নিয়ে র্যাব ৭-এর সঙ্গে কথা বলে তাদের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে।
এদিকে গতকাল শুক্রবার সকালে মাদক কারবারি কবিরকে আটক করে পুলিশ। পরে কবিরের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মারধরের অপরাধে একটি মামলা করে আদালতে পাঠানো হয়।
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, চিহ্নিত মাদক কারবারি কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে থানা পুলিশকে না জানিয়ে অন্য এলাকায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক কারবারিকে ধরতে পারেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় শাস্তির সুপারিশ করে তাদের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আর অপর তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post