সিরিয়ায় মাঝআকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান আগুনের ফুলকি ছুড়েছে। এতে ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেনেন্ট জেনারেল অ্যালেক্স এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত রোববার রাশিয়ার যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি চলে আসে। এরপর খুব কাছে থেকে আগুনের ফুলকি ছুড়ে মারে। ওই সময় ড্রোনটি আইএসআইএস বিরোধী অভিযানে নিয়োজিত ছিল।’
তিনি আরও বলেছেন, ‘রুশ বিমানের ছোড়া আগুনের একটি ফুলকি ড্রোনকে আঘাত করে। এতে ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত ড্রোনের ক্রু এটি উড়িয়ে রাখতে সমর্থ হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনেন।‘
তার দাবী, রুশ বিমানের এমন বিপজ্জনক কর্মকাণ্ডে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএসআইএস বিরোধী অভিযান বিঘ্নিত হচ্ছে। তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।
এ বছরের মার্চে কৃষ্ণসাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। ওই সময় এ ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর চারমাস পর আবারও মাঝআকাশে রুশ বিমানের হেনস্তার শিকার হয়েছে মার্কিন ড্রোন।
রুশ বিমানের এমন আচরণের জবাবে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় মার্কিন সেনারা এখন সে বিষয়ে ভাবছেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post