ইউরোপের ৫ দেশে অভিযান চালিয়ে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল এবং আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের সদস্যরা।
সোমবার ইউরোপোলের সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গ্রেপ্তার এই পাচারকারীরা মূলত কিউবার অভিবাসন প্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ব্যবস্থা করে দিত এবং এরা সবাই ইউরোপের একটি বড় মানবপাচারকারী চক্রের সদস্য।
ইউরোপের কোন কোন দেশে অভিযান চালানো হয়েছে, সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানায়নি ইউরোপোল; তবে বলা হয়েছে, কিউবার অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বিশেষ ‘প্যাকেজ’ চালু করেছিল এই পাচারকারীরা। সেই অনুসারে প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে ১০ লাখ ৮৬ হাজার ৯৫২ টাকা করে নেয়া হতো এবং তার বিনিময়ে ওই অভিবাসনপ্রত্যাশীদেরকে ইউরোপে আগমনের ব্যবস্থা ও বসাবাসের ভুয়া নথিপত্র সরবরাহ করা হতো।
গত কয়েক বছরে এই বিশেষ ‘প্যাকেজের’ আওতায় ৫ হাজারেরও বেশি কিউবান অভিবাসনপ্রত্যাশীকে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন এই চক্রের সদস্যরা।
ইউরোপোল জানিয়েছে, সাম্প্রতিক এই অভিযানে পাচারকারী দলের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি এই চক্রের ১৮টি রিয়েল এস্টেট সম্পত্তি, ৩৩টি যানবাহন এবং ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post