মুন্সীগঞ্জে ডাস্টবিন নির্মাণকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী যুবককে মারধর করেছেন সদর মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম। প্রবাসী ওই যুবকের নাম মাহবুবুর রহমান কাজল। তার ছোট ভাই তাইফুর রহমান শান্ত ওই মেয়রের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার বেলা ১১টার দিকে মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত অবস্থায় ওই যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাজল ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ রামগোপালপুর এলাকায় স্কুলের পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যক্তিগত উদ্যোগে প্রবাসী কাজল একটি ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. আওলাদ হোসেনের থেকে ডাস্টবিন নির্মাণের জায়গাও বুঝে নেন। এরপর রোববার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ডাস্টবিন নির্মাণ করতে গেলে পৌর মেয়র সদলবলে এসে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রবাসীকে এলোপাতাড়ি মারতে আরম্ভ করেন।
মিরকাদিম পৌরসভার কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, মাহবুবুর রহমান কাজলকে আমি ডাস্টবিন নির্মাণ করতে জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি তাকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজ করতে বলেছি। তবে পৌর মেয়রকে না জানিয়েই আমি ওই কাজ করেছি। আর আজকের ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।
জানতে চাইলে সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, অভিযোগের কথা শুনেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ফ্রান্স প্রবাসী যুবকের ছোট ভাই তাইফুর রহমান শান্তর ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেয়র আব্দুস সালাম অশ্লীল ভাষায় যুবক কাজলকে গালাগাল করেন, এমনকি তেড়ে গিয়ে গায়েও হাত তুলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post