ওমানে সদ্য সমাপ্ত মজলিস আ’শুরার অধিবেশনে নতুন এক ভিসা প্রস্তাব উত্থাপন করেছে শুরা কাউন্সিলের মিডিয়া অ্যান্ড কালচার কমিটি। বার্ষিক সভার ১৬ তম এই অধিবেশনে তারা ১০ বছর মেয়াদী সাংস্কৃতিক ভিসা চালুর জন্য একটি প্রস্তাব রেখেছে।
মিডিয়া অ্যান্ড কালচার কমিটি এক বিবৃতিতে দশ বছর মেয়াদী এই সাংস্কৃতিক ভিসা তৈরির প্রস্তাবনার কথা নিশ্চিত করেছে।
শুরা কাউন্সিলের দাবি, প্রস্তাবিত এই সাংস্কৃতিক ভিসা সেবা চালু হলে সৃজনশীল ব্যক্তি, বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের কার্যক্রম ওমানের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। পাশাপাশি ওমানে বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের গতি ফিরে এলে জ্ঞানের ক্ষেত্রগুলোও প্রসারিত হবে। সামগ্রিকভাবে ওমানে সাংস্কৃতিক যে অবকাঠামো- তা দৈন্যদশা থেকে উন্নতি লাভ করবে।
ভিসা সংক্রান্ত এই প্রস্তাব ওমানের সাংস্কৃতিক কৌশলেরই অংশ। বর্তমানে ওমান সরকারের প্রধান লক্ষ্য- সম্প্রীতি ও টেকসই সমাজ নির্মাণ করা। যাতে আরব এবং অন্যান্য দেশের প্রতিভাবান ব্যক্তিরা ওমান যেতে আগ্রহী হন।
শুরার কালচার কমিটি বলছে, আমাদের সাংস্কৃতিক বিষয়গুলোকে বিশ্ব দরবারে তুলে ধরা উচিত। এজন্য দরকার দক্ষ ও জনপ্রিয় সাংস্কৃতিক কর্মীদের। তাই বিশ্বের জনপ্রিয় লেখক এবং বুদ্ধিজীবীদের দীর্ঘমেয়াদী ভিসায় আমাদের দেশে বসবাসের সুযোগ করে দিতে হবে।
তারা বলছে, আমরা যে ধরণের ভিসা প্রস্তাব করেছি তার বেশকিছু সুবিধা আছে। আমাদের দেশে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানাদি হয় এতে অংশ নিতে আন্তর্জাতিক শিল্পী বা বিশেষজ্ঞদের নানান ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন দপ্তর থেকে অনুমতি বা নানান নথিপত্রের বিড়ম্বনায় বিরক্ত হয়ে ওমানে থাকবার আগ্রহ হারিয়ে ফেলেন।
কমিটির দাবী, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় আন্তর্জাতিক মহল ও বুদ্ধিজীবীদের আকৃষ্ট করে এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব। এছাড়া সরকার নতুন এই ভিসা প্রস্তাবটি গুরুত্বের সাথে নিলে ওমানের সাংস্কৃতিক প্রবাহে নতুন মাত্রা যাগ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post