এক সৈন্য তার মৃত সন্তানের শেষকৃত্যে আসা লোকজনের ওপর গুলি চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছেন। আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ঘটে এ ঘটনা। শনিবার রাতে শেষকৃত্য অনুষ্ঠানে ওই সৈন্য গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে রোববার দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির ইতুরি প্রদেশের সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো রয়টার্সকে বলেছেন, ওই সৈন্য তার আশপাশে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে প্রাণহানি ঘটেছে এক ডজনেরও বেশি মানুষের।
ওই সৈনিক কঙ্গোর নৌবাহিনীর সদস্য, তাকে এখন অনুসন্ধানকারী দলের সদস্যরা খুঁজছেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। গ্রামের প্রধান অস্কার বারাকা মুগুওয়া শেষকৃত্য অনুষ্ঠানে ওই সৈন্যের গুলিতে ১৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে কী কারণে নৌবাহিনীর ওই সদস্য তার সন্তানের শেষকৃত্যে আসা লোকজনের ওপর গুলি চালিয়েছেন তা পরিষ্কার নয়। মুগুওয়ার মতে, ওই সৈন্য তার উপস্থিতি ছাড়াই সন্তানকে দাফন করা হতে পারে- এমন ভাবনা থেকে উদ্বিগ্ন ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post