একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক গাড়িচালক এবং একজন পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চালক। সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জাহাঙ্গীর সেখানে যাচ্ছিল।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে চাপা দেয়, সে বাসের ধাক্কায় পথচারী নিহত হন।
এবিষয়ে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাড়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে সংঘটিত দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। আহত হয়েছেন আটজন। তবে ঠিক কী কারণে গাড়িচালক জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post