ওমানের মুসান্দামের প্রাদেশিক রাজধানী খাসাবে প্রবাসীদের কন্স্যুলার সেবা প্রদান সম্পন্ন করেছে দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার টিম। অঞ্চলটির খাসাব হোটেলে ২১-২৩ জুলাই পর্যন্ত অবস্থান করে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। আনন্দঘন পরিবেশে বাংলাদেশ দূতাবাসের এমন সেবা পেয়ে মুসান্দামে অবস্থানরত প্রবাসীরাও উচ্ছ্বসিত।
সূত্র বলছে, পূর্বের নির্ধারিত সময়ের চেয়ে কন্স্যুলার টিম একটু দেরীতে পৌঁছায়। তবে তাদের সেবা কার্যক্রমে স্থানীয় প্রবাসীরা সন্তুষ্ট। ৬ মাস পুর্বে এনরোলম্যান্ট করা এমআরপি ও ইপিপি মিলে মোট ১৪০ টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় এই ট্যুরে। তাছাড়া নতুন করে আরো প্রায় ৭৮ টি এমআরপি এবং ৭০ টি ইপিপি এনরোলম্যান্ট হয়। পাশাপাশি বেশ কিছু কাবিননামা সত্যায়ন এবং এনওসিও ইস্যু করা হয়।
টিম লিডার পাসপোর্ট ও ভিসা বিষয়ক কাউন্সেলর রওশন আরা পলি এই সেবা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তার দক্ষতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন সেবাগ্রহীতা প্রবাসীরা। কার্যক্রম শুরুর স্বাগত বক্তব্যে কাউন্সেলর হুন্ডি থেকে বিরত থেকে ব্যংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ করেছেন। এসময় হুন্ডির ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি।
এসময় খাসাব বাংলাদেশ কমিউনিটি লিডার শরীফুল ইসলাম এই সেবা কার্যক্রমের জন্য রাষ্ট্রদূত, পাসপোর্ট কাউন্সেলর এবং টিম সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এধরণের ট্যুর অব্যাহত রাখা খুবই জরুরি, কেননা খাসাব ওমানের মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। এবং প্রায় ৭০০ কি মি দুরে অবস্থিত। এতো দুর থেকে মাস্কাট গিয়ে সেবা নেওয়া অনেক ব্যয়বহুল ও দুরহ ব্যপার। সবশেষে প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে খাসাব ভিজিটের বিশেষ আমন্ত্রণও জানান এই প্রবাসী কমিউনিটি লিডার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post